পবিত্র কোরআন ও বিজ্ঞান: পিঁপড়া কি কাঁচের তৈরি? ইসলামিক শিক্ষনীয় গল্প ও এক আশ্চর্যজনক তথ্য

আমরা জানি যে, মানুষ হলো মাটির তৈরি। অন্যান্য যত প্রাণী বা জীব আছে, তাদের মধ্যে মানুষ হলো সেরা জীব। অর্থাৎ মানুষ হলো সৃষ্টির সেরা জীব বা প্রাণী।


এই পৃথিবীতে মহান আল্লাহ তা'আলা (Almighty Allah) হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। যারমধ্যে অধিকাংশ প্রাণী আমরা আমাদের আশে-পাশে দেখতে পায়।


তবে আজকে আপনাদেরকে জানাবো এক অসাধারণ আশ্চর্যজনক একটি তথ্য (amazing fact)। যা আপনাদেরকে চমকে দিবে৷ পবিত্র কোরআনে (Holy Quran) উল্লেখিত ১৪০০ বছর পূর্বের তথ্য আজকে আধুনিক বিজ্ঞান (modern science) তা প্রমাণ করলো। জানুন সামান্য ছোট একটি পিঁপড়া কিসের তৈরি? এটি আশ্চর্যজনক ইসলামিক শিক্ষনীয় গল্প যা পবিত্র কোরআনের অলৌকিক মোজেজাকে (Quraic scientific miracle) তুলে ধরে।


আমরা জানি মানুষ হলো মাটির তৈরি। কিন্তু পিঁপড়া কিসের তৈরি আমরা সবাই কি তা জানি? মনে হয় সবাই তা জানি না। তবে শুনুন,


পবিত্র কোরআনে আল্লাহ পাক ই‌ঙ্গিত দি‌য়ে‌ছেন, "পিঁপড়া হলো কাঁ‌চের তৈরী" (ants are made of glass)। আর অবশেষে বিজ্ঞানও এই আশ্চর্যজনক তথ্য প্রমান কর‌লো!


কুরআন ও আধুনিক বিজ্ঞান, ইসলামিক শিক্ষনীয় গল্প 


আল্লাহ্ তা'আলা পবিত্র কোরআনে বলেছেন,


حَتَّىٰ إِذَا أَتَوْا عَلَىٰ وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ


অবশেষে যখন পিঁপড়ারা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল তখন এক পিঁপড়া বলল, "হে পিঁপড়া বাহিনী, তোমরা তোমাদের ঘরে প্রবেশ কর। যেন সোলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পায়ের নিচে পিষে না ফেলে”। (সুরা আন-নামল : ১৮)


একসময় ইসলামের ঘোর বিরোধী ও চক্রান্তকারী কিছু ইউরোপীয় علماء علمانيين তথা ধর্মনিরপেক্ষ পণ্ডিত একবার কয়েক সদস্য বিশিষ্ট একটি গবেষক টিম বানিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল অন্তত একটি ভুল হলেও কোরআন থেকে বের করে একথা প্রমাণ করবে যে, কোন কিতাবই নিখুঁত ও নির্ভুল নয়। সব কিতাবেই কিছু না কিছু ভুল থাকে। কোনো কিতাবই স্বয়ংসম্পূর্ণ নয়।


কোরআনে যেহেতু অধিকাংশ বিষয়ই আধ্যাত্মিক ও পারলৌকিক অর্থ বহন করে সেহেতু তাদের মনে অনেকটাই কনফিডেন্স ছিল যে দর্শনগত কিছু ভুল হয়তো তারা খুঁজে পেয়ে মুসলমানদের লা জবাব করবে।



অবশেষে ভাবনা অনুযায়ী কঠিন গবেষণা আর হাড় ভাঙা পরিশ্রমের পর টিমের সদস্যদের একেকজনের ভিন্নমুখী দর্শনে কোরআনের এই অংশে তারা মতানৈক্যে জড়িয়ে যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় কোরআনের ভাষাগত ত্রুটি বের করবে যেখানে মতানৈক্য হওয়ার সম্ভাবনা কম। দীর্ঘ সময় পর ব্যাকরণগত কোন ত্রুটি না পেয়ে একটি শব্দের ব্যবহারিক অর্থ ও প্রয়োগ স্থান নিয়ে আপত্তি জানালো। সুরা আন-নামলের উল্লিখিত ঐ আয়াতে “لا يحطمنكم” শব্দটি নিয়ে আপত্তি জানালো। কারণ التحطيم (আত-তাহতিম) শব্দটির অর্থ হচ্ছে ভেঙে টুকরো টুকরো করা বা পিষে গুড়া করা। কাজেই التحطيم (আত-তাহতিম) শব্দটির যথার্থ ব্যবহার কাঁচ বা কাঁচ জাতীয় পদার্থ ছাড়া অন্য কিছুতেই সম্ভব নয়। তাহলে কিভাবে পিঁপড়ার জন্য এই শব্দটি ব্যবহার করা সঠিক হয়েছে? যেহেতু পিঁপড়াকে পায়ের নিচে ফেলে টুকরো করা বা গুড়া করা যায় না সেহেতু এই শব্দটি পিঁপড়ার ক্ষেত্রে ব্যবহার করা ভুল হয়েছে। এভাবে তারা একটা অযাচিত ভুল দেখিয়ে অনেক উল্লাস করেছিল। তারা ভেবেছিল এখানে হয়তো কোরআনের ভুল নিশ্চিত হয়েছে। কোরআন এখানে ভুল করেছে। নাউজুবিল্লাহ....


এর বহু দিন পর, অস্ট্রেলিয়ার প্রাণিবিদ্যা বিভাগের একজন অধ্যাপক পিঁপড়ার জীবন রহস্য গবেষণায় এক আশ্চর্যজনক তথ্য আবিষ্কার করেন। তিনি দেখতে পান যে পিঁপড়ার শরীরের বাহিরের অংশে প্রায় ৭৫ শতাংশ কাঁচের উপাদান বিদ্যমান এবং এর বডি উন্নত মানের গ্লাস ফাইবার (glass fiber) দ্বারা তৈরি। যার কারণে, একটি মৃত পিঁপড়ার খোলস সামান্য আঘাতে ভেঙে অনেক গুলো খণ্ডে টুকরো হতে দেখা যায়। তখন অধ্যাপক ভাবল যে, পবিত্র কোরআনে তো বলা হয়েছিল, পিঁপড়েরা নাকি কাঁচের তৈরি। আর কোরআনের মতবাদ ভূল প্রমান করার জন্য কিছু ধর্মনিরপেক্ষ ব্যক্তিরা উঠেপড়ে লেগেছিল। এবং তারা বলেছিল যে, পিঁপড়ে নাকি পায়ের নিচে টুকরো হয় না। কিন্তু আজ তাদের সেই মতবাদ মিথ্যা প্রমানিত হয়েছে। অধ্যাপকের এই বৈজ্ঞানিক আবিষ্কার (scientific discovery) কোরআনের তথ্যকে সত্য প্রমাণ করে। অতঃপর সেই অধ্যাপক ইসলাম ধর্ম গ্রহণ করতে বিলম্ব করেননি। তিনিও একজন ইসলাম ধর্মবিশ্বাসী (islam believer) হয়ে ওঠেন।


সুবহান আল্লাহ
সুবহান আল্লাহ
সুবহান আল্লাহ, আল্লাহু আকবার!!



আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং ইসলাম ধর্ম (Religion of Islam) ও আল্লাহ তা'আলার পবিত্র গ্রন্থ আল-কোরআনের (Holy Quran) উপর বিশ্বাস স্থাপন অটুট রাখতে সাহায্য করুক।
........................................................(আমিন)

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন