দীদারে এলাহী; জান্নাতের সবচেয়ে বড় নি'য়ামাহ্। ইসলামিক শিক্ষনীয় গল্প।

আসসালামু আলাইকুম

আজকে আমি এই পোস্টে অসাধারণ কিছু অনুভূতি নিয়ে কথা বলবো, যা পড়লে আপনাদের শরীর শিউরে উঠতে পারে। একবার চিন্তা করে দেখুন তো, যেই সৃষ্টি কোনোদিন তার স্রষ্টাকে দেখেনি, অথচ দেখার জন্য কত আকুতি-মিনতি, দোয়া, দুরুদ, কান্নাকাটি কিন্তু তাও স্রষ্টার দেখা মেলেনি। কিন্ত যখন সেই স্রষ্টাই সৃষ্টির সাথে দেখা করার কথা বলবে তখন কেমন লাগবে? আপনার কেমন লাগতে পারে তখন? যখন স্রষ্টা ও সৃষ্টি মুখোমুখি হবে, সেই মূহুর্তটা কেমন হতে পারে? তাহলে চলুন জেনে নিই-


দীদারে এলাহী, জান্নাতের গল্প ও কাহিনী, ইসলামিক গল্প


বিস্তারিত আলোচনাঃ জান্নাতের জীবন শুরু হওয়ার পর, জান্নাতীরা (People of Paradise) তাদের নিজ গৃহে অবস্থান করবেন। এমন সময় তাদের  দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে আছেন। তিঁনি বলবেন, "চলুন আল্লাহ সুবহানাহু  ওতায়ালার সাথে দেখা করে আসি।"


এই কথা শুনে, জান্নাতিরা তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে দেখবেন, খুবই সুন্দর একটা বাহন তাঁদের জন্য প্রস্তুত করা আছে। সেই বাহনে জান্নাতিরা ছুটে চলবেন খুবই নয়নাভিরাম ও বিস্তৃত মাঠের দিকে। যাবার পথে দেখতে পাবেন খুবই সুন্দর সুন্দর মাঠ যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো। যা চোখ জুড়ানোর মতো। সেই অপরুপ দৃশ্য দেখতে দেখতে জান্নাতীরা ছুটে চলবেন।


জান্নাতিরা খুবই পরিতৃপ্তি নিয়ে ছুটে চলবেন। এমন সময় তারা আলো দেখবেন। আলোর পর আরো আলো। তারপর আরো আলো..!!


জান্নাতীরা তখন উল্লসিত ও কৌতূহল হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন ‘আমরা কি আল্লাহকে দেখেছি..?’
ফেরেশতারা উত্তরে বলবেন- না, আমরা সে পথেই ছুটছি। ধৈর্য্য ধরুন।


চলতে চলতে হঠাৎ করে জান্নাতীরা শুনবেন এক গায়েবী আওয়াজ -
"আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ্"
এই সালাম আল্লাহ সুবহানাহু ওতায়ালা স্বয়ং নিজেই দিচ্ছেন জান্নাতীদের।
খুবই আবেগময় হবে সেই মুহূর্তটা !!!
(আল্লাহু আকবার)


আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার সালামের জবাবে
তখন জান্নাতীরা বলবেন, "আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।"



অর্থাৎ, হে আল্লাহ! আপনি শান্তিময় এবং আপনার নিকট  হতেই শান্তি উৎসারিত হয়। আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী। আপনিই এক, আপনিই আমাদের ইলাহ..!! (আল্লাহু আকবার)


তখন আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা জান্নাতীদের জিজ্ঞেস করবেন, তোমরা কি খুশী ? তোমরা কি সন্তুষ্ট ? আমি দুনিয়াতে তোমাদের যা দিব বলে ওয়াদা করেছিলাম তা কি তোমরা পেয়েছো...?


তখন জান্নাতিরা বলবেন, ও আল্লাহ, দয়াময় মহান আল্লাহ, আপনি জাহান্নামের আগুন (Hell Fire) থেকে বাঁচিয়ে আমাদের জান্নাত দিয়েছেন ! আমরা অসন্তুষ্ট হই কি করে! কী করে আপনার দয়া অস্বীকার করি..!


আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন আবারো জিজ্ঞেস করবেন, তোমাদের আর কি চাই ? কিসের অভাব তোমাদের..? আমাকে বলো,,আজকে যা চাইবে তাই পাবে...!!


তখন জান্নাতীরা বলবেন (আলহামদুলিল্লাহ)- আমাদের আর কিছুই চাই না। আমাদের আর কোনো চাওয়া নেই। আমরা পরিপূর্ণ।


তখন আল্লাহ বলবেন না না। আজ তো দেওয়ার দিন। আমি আরও দিব। বলো কি চাই...??


তখন জান্নাতীরা (আলহামদুলিল্লাহ) সমস্বরে বলে উঠবেন- ও আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই...! আপনাকে দেখিনি কখনও। আপনাকে আমরা ভালবাসি। আপনাকে আমরা মনের কাবায় রেখেছি, আর কল্পনা করেছি। আমরা আজকে আপনাকে দেখতে চাই..!


জান্নাতিদের এই আকুতি শুনে আল্লাহর (Allah) মনে তাদের জন্য দয়া হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তাঁর নূরের পর্দা সরিয়ে দিবেন। তখন সৃষ্টি ও স্রষ্টা মুখোমুখি হবেন। এটিই হচ্ছে জান্নাতের সর্বোচ্চ নিয়ামত 'দীদারে এলাহী' বা 'আল্লাহ দর্শন।'


সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি, দীদারে এলাহী। চোখ বন্ধ করে একটু চিন্তা করুন। সারাজীবন দুনিয়াতে যাকে ডেকেছেন,  যাকে না দেখে চোখ দুটোকে অঝোরে অশ্রুতে ঝরিয়েছেন। কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন। খুব বিপদে কেউ নেই পাশে, কেঁদে কেঁদে যাকে বলেছিলেন, মনের আকুতি মিনতি জানিয়েছেন, তিনি আজ আপনার সামনে।


পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্হা যিনি করেছেন। কত চাওয়া, মাকে বলেন নি, বাবাকেও না , রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন, তিনি আজ আপনার সামনে।



কত অপরাধ করেছি, কেউ দেখে নি। একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন। বারবার ভুল করেছি, যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন। মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালবাসা দিয়ে অদৃশ্য ভালবাসায় আমাকে যিনি ভালবেসেছেন সবচেয়ে বেশী। সবচেয়ে আপন, সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি আমরা জান্নাতীরা...!! আল্লাহু আকবার


সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজী বলেছেন, পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি, আমরা আল্লাহ সুবহানাহু তায়ালাকেও ঠিক তেমনি স্পষ্ট দেখব। ইনশাআল্লাহ....!!


আল্লাহকে দেখাই হলো জান্নাতের সবচেয়ে বড় নি'য়ামাহ্ ! সবচেয়ে বড় নি'য়ামাহ্


মহান আল্লাহ তা'আলা সেই চিরস্থায়ী আনন্দময় জান্নাত (Jannah, Heaven, Paradise), সুখকর মুহূর্ত, আনন্দময় সময়, আমাদের সকল মুসলিমদের ভাগ্যে নসিব করুন...........(আমিন)

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন